logo
ads

ভালোবাসার জয়, ৭৩৮ দিনের বন্দিদশা শেষে ইসরায়েলি যুগলের পুনর্মিলন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পি.এম
ভালোবাসার জয়, ৭৩৮ দিনের বন্দিদশা শেষে ইসরায়েলি যুগলের পুনর্মিলন

সংগৃহীত ছবি

গাজায় ৭৩৮ দিন বন্দিদশার পর অবশেষে পুনর্মিলিত হয়েছেন ২০২৩ সালের হামাস হামলায় অপহৃত ইসরায়েলি প্রেমিকযুগল নোয়া ওরগামান ও আভিনাতান অর। দুই বছর আগে ৭ অক্টোবর ২০২৩ তারিখে দক্ষিণ ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাঁদের অপহরণ করেছিল হামাস যোদ্ধারা।

সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত নোয়াকে মোটরসাইকেলের পেছনে তুলে নিয়ে যাচ্ছে হামাসের সশস্ত্র সদস্যরা। ছবিটি তখন হামাস হামলার অন্যতম প্রতীক হয়ে ওঠে।

নোয়া ২০২৪ সালের ৮ জুন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি কমান্ডো অভিযানে মুক্তি পান। কিন্তু তাঁর প্রেমিক আভিনাতান অর তখনও গাজার কেন্দ্রীয় অঞ্চলের এক গোপন স্থানে হামাসের হাতে বন্দি ছিলেন।

অবশেষে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাঁকে মুক্তি দেয় হামাস।

ইসরায়েলি সেনাবাহিনী (IDF) সোমবার আভিনাতানের মুক্তির বিষয়টি নিশ্চিত করে। এর মধ্য দিয়ে হামাসের হাতে থাকা জীবিত ২০ জন জিম্মির মধ্যে অন্যতম তিনিও ফিরে আসেন।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নোয়া লিখেছেন— “দুই বছর পর আবার দেখা হলো আভিনাতানের সঙ্গে, আমার ভালোবাসা। দুই বছর আগে সন্ত্রাসীরা আমাদের মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়েছিল, পুরো পৃথিবীর সামনে আলাদা করে দিয়েছিল। আজ অবশেষে আমাদের ব্যক্তিগত যুদ্ধ জয় হয়েছে।”

তিনি আরও বলেন, “হামাস আমাকে ঘরবন্দি রেখেছিল অন্য নারী ও শিশুদের সঙ্গে, আর আভিনাতান ছিল কেবল টানেলের অন্ধকারে। এখন আমরা একসঙ্গে সুস্থ হওয়ার যাত্রা শুরু করছি।”

নোয়া তাঁদের পুনর্মিলনের ছবিও প্রকাশ করেছেন, যেখানে দুজনকে হেলিকপ্টারে পাশাপাশি বসে হাসিমুখে দেখা যায়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, মুক্তির পর তাঁরা দুজনেই “দুই বছর পর একসঙ্গে প্রথম সিগারেট খান”— যা তাঁদের কাছে স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।

আভিনাতানের বাবা ইয়ারন অর স্থানীয় সাংবাদিকদের জানান, “আমার ছেলে প্রায় দুই বছর টানেলে বন্দি ছিল। অল্প খাবার, কোনো বই বা মানুষের সংস্পর্শ ছাড়া— একাকী সময় কাটিয়েছে। এখনো সে খুবই দুর্বল।”

মুক্তিপ্রাপ্তদের মধ্যে আভিনাতান অন্যতম হওয়ায় ইসরায়েলে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “প্রত্যেক বন্দির প্রত্যাবর্তন আমাদের রাষ্ট্রের বিজয়।” নোয়া ও আভিনাতান দুজনই ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তাঁর প্রচেষ্টায় আমরা অন্ধকার থেকে আলোয় ফিরেছি।”

বিশ্লেষকদের মতে, এই পুনর্মিলন ইসরায়েল-হামাস সংঘাতের মানবিক দিককে আবারও সামনে এনেছে, এবং যুদ্ধবিরতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স, দ্য টাইমস অফ ইসরায়েল, আইডিএফ মিডিয়া অফিস,সময়)

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ